বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা করছে, তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দু নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে। অথচ বিবিসি একটি গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম, তারা কিন্তু সচিত্র প্রতিবেদনে দেখিয়েছে বাংলাদেশে এ ধরনের কোন নির্যাতন হচ্ছে না। ভারত বাংলাদেশকে একটি নতজানু দেশ হিসেবে দেখতে চায়। যেভাবে শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আগামী দিনে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশের সঙ্গে ভারতসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা এবং অংশীদারীত্ব ভিত্তিক সম্পর্ক দেখতে চাই।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া শহীদ মিনার মাঠে পৌর বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইসিটি সিকিউরিটি অ্যাক্ট বাতিল, শহীদ মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা, জিডিপির ৫ ভাগ শিক্ষা খাতে ব্যয়, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনসহ বাংলাদেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তাই সবাইকে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই।
কলাপড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কামরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিনিধি/এফএ