পঞ্চগড়ে বোদা উপজেলায় গ্রাম বাংলার ব্যাপক জনপ্রিয় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলার বোদা পৌর এলাকার জমাদারপাড়া, সিপাইপাড়া, কুড়ালীপাড়া, দাড়িপাড়া, হাজীপুর, সর্দারপাড়া ও প্রামানিকপাড়ার এলাকাবাসীর ব্যানারে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। জমাদারপাড়া ফসলী মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এবং খেলা শেষে বিজয়ী ঘোড়সওয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঘোড়দৌড় প্রতিযোগিতায় পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলাসহ আশপাশের ২০টি ঘোড়া নিয়ে ২০ জন সওয়ারী তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেন। এই জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার শিশু, নারী ও পুরুষ উপস্থিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা চলাকালে হাজার হাজার জনতার করতালি আর তাদের আবেগঘন বাক্যে উৎসাহ-উদ্দীপনায় এক অন্যরকম আবহের সৃষ্টি হয়। আবাল-বৃদ্ধ-বনিতা উৎসবের মত আনন্দ উপভোগ করেছে।
আনজু আরা নামে এক তরুণী বলেন, টিভিতে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখেছি। আজ জীবনে প্রথম সরাসরি এই খেলা দেখলাম। অসম্ভব ভালো লেগেছে এ প্রতিযোগিতা দেখে। আয়োজকদের অনেক ধন্যবাদ জানাই।
হুসনে আরা নামের এক তরুণী বলেন, জীবনে প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলাম, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে অনেক মানুষ এসেছে। আমরাও পরিবারসহ খেলা দেখছি। গ্রামে এমন আয়োজন দেখে খুব ভালো লাগলো। প্রতি বছর এমন আয়োজন করলে আমরা আনন্দের সাথে উপভোগ করতে পারি।
বিজ্ঞাপন
আয়োজক কমিটির সভাপতি বোদা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।
ঘোড়দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে জমাদারপাড়া গ্রামে কৃষি মাঠে বসেছে বিভিন্ন খাবার, পিঠা, মনিহারি এবং মিষ্টান্নের দোকানের পসরা। সব মিলিয়ে সেখানে মেলায় পরিণত হয়।
এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির, বোদা পৌর বিএনপির আহব্বায়ক আব্দুস সামাদ তারা, সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় ও বিএনপির নেতা সাজ্জাদুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।
এমএইচ/এফএ