সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুন: এক ঘণ্টা পর ছাড়ল ট্রেন

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ এএম

শেয়ার করুন:

নাটোরে ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুন: এক ঘণ্টা পর ছাড়ল ট্রেন

নাটোরের লালপুরে মহিষাখোলা এলাকায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকায় ব্রেক জ্যাম হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণের এক ঘণ্টা পর মেরামত শেষে গন্তব্যের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

শনিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি লালপুর উপজেলার আজিমনগর স্টেশন পাওয়া আগে মহিষাখোলা এলাকায় পৌছাঁলে হঠাৎ ইঞ্জিনের চাকায় ব্রেক জ্যাম হয়ে আগুন জ্বলে উঠে। আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এক নারী যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিলে তিনি আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। পরে মেরামত শেষে রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আরও পড়ুন

নাটোরে হুক ভেঙে ২ বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর ছাড়ে ট্রেন

আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান লিখন বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, হঠাৎ ব্রেক জ্যাম হলে ইঞ্জিনের চাকায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণ আসার পর মেরামত শেষে ট্রেনটি রাত ৯টা ৫০ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর