মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে হুক ভেঙে ২ বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর ছাড়ে ট্রেন

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

নাটোরে হুক ভেঙে ২ বগি বিচ্ছিন্ন, এক ঘণ্টা পর ছাড়ে ট্রেন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির সময় ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটে। পরে এক ঘণ্টা পর মেরামত শেষে গন্তব্যের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মাধনগর রেলওয়ে স্টেশন থেকে ওই ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। 


বিজ্ঞাপন


মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর লাইনে দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রাবিরতিতে ছিল। এ সময় যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনটির ঝ এবং ঞ বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দু’টি বিচ্ছিন্ন হয়ে যায়। 

পরে মেরামত শেষে দুপুর সোয়া ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে তিনি জানান।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর