নড়াইলের লোহাগড়া উপজেলায় জমে উঠেছে লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি। এ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত রয়েছেন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর আব্দুর রহমান, নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু হেনা মোস্তফা কামাল, নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এ নাইম ও নির্বাচন কমিটির সদস্য ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক সুশান্ত কুমার দাস।
বিজ্ঞাপন
সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার লোহাগড়া বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত। এখানে রয়েছে প্রায় দেড় হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।
এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা।
কথা হয় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর আব্দুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ২৮ ডিসেম্বর শনিবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ১ হাজার ৪৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটার এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যাবে বলে আশা করছি। তবুও অধিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে। এ নির্বাচনে ১২ পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কে পরবেন বিজয়ের মালা এ নিয়ে চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টে চলছে চুলচেরা বিশ্লেষণ।
কথা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে। তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। নেই কারও প্রতি কোনো অভিযোগ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ ও কর্মঠ দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচন যাইহোক বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা সবার।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর শনিবার লোহাগড়া বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, দফতর সম্পাদক পদে ২ জন, সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিনিধি/এসএস