বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যশোরে সাদপন্থীদের নিষিদ্ধ ঘোষণা দাবি, থানা ঘেরাও

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক তুহিন মোল্লা, বিএম আকাশ, সংগঠক মিনহাজুল ইসলাম।

IMG_20241220_193750

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদার প্রমুখ।


বিজ্ঞাপন


সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। একইসঙ্গে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে নিষিদ্ধের দাবি তোলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর