সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল, বিভিন্ন মহলে সমালোচনা

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ এএম

শেয়ার করুন:

দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল, বিভিন্ন মহলে সমালোচনা
দেশীয় অস্ত্র হাতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া

বরগুনায় দেশীয় অস্ত্র হাতে উত্তেজিত অবস্থায় প্রতিপক্ষের ওপর ধাবিত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি দেখে একাধিক ব্যক্তিবর্গ ঘটনাস্থলটি বরগুনা পৌর শহরের সাহা পট্টি এলাকায় কিবরিয়ার নিজ বাসভবন বলে ধারণা করছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে সোশ্যাল মিডিয়া সামজিক যোগাযোগ মাধ্যমে শ্রমিক লীগ নেতার ভিডিওটি ছড়িয়ে পড়ে। শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া বরগুনা জেলা শ্রমিক লীগের সহ সভাপতি ও সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

১৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কোনো একটা বিষয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধারাল দেশীয় অস্ত্র (চাকু) হাতে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়া প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে ধাবিত হয়ে পড়েন। এসময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন কিবরিয়াকে বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করে পরিবেশ নিয়ন্ত্রণ করেন। ভিডিওতে ঘটনার সময় কাউকে হতাহত হতে দেখা যায়নি।

thumbnail_IMG-20241220-WA0004

এই ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে শ্রমিক লীগ নেতা গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বলতে ফোনে না পেয়ে তার সাহাপট্টিস্থ বাসায় গেলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


বরগুনা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তালিমুল ইসলাম পলাশ ঢাকা মেইলকে বলেন, আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালালেও তার দোসররা পালায়নি। তারা এভাবেই সমাজে প্রভাব খাটিয়ে চলছে। তবে ভিডিওটি দেখে অন্তত প্রশাসনকে আইনি ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ভুক্তভোগীরা ঘটনার বিষয়ে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর