মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বৌভাতে বেশি লোক আসায় বর-কনে পক্ষের মধ্যে মারামারি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

বৌভাতে বেশি লোক আসায় বর-কনে পক্ষের মধ্যে মারামারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর ও কনে পক্ষের কয়েকজন আহত হন, যার মধ্যে বরের মা ফিরোজা খাতুনসহ (৪৫) আরও কয়েকজন।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার নাগরৌহা গ্রামে বরের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।


বিজ্ঞাপন


আহতদের মধ্যে রয়েছেন: বরের মা ফিরোজা খাতুন (৪৫), সবুজ হোসেন (৩০), ইমরান হোসেন (১৮), শহিদুল ইসলাম (৪০)।এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের জন্য বরপক্ষ ৩৫ জন অতিথির ব্যবস্থা করেছিল। তবে কনে পক্ষ থেকে প্রায় ৭০ জন উপস্থিত হওয়ায় বর ও কনে পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

বরের বাবা নুরুল হক অভিযোগ করেন, কনে পক্ষ পরিকল্পিতভাবে অনুষ্ঠান পণ্ড করার জন্য বিবাদ সৃষ্টি করেছে। এতে আমাদের ৭ জন আহত হয়েছে।

মেয়ের বাবা নিদান প্রামাণিক বলেন, আমাদের পক্ষ থেকে অতিরিক্ত লোক আসেনি। কিন্তু ছেলে পক্ষ অতিরিক্ত লোকের অভিযোগ তুলে আমাদের ওপর আক্রমণ করে। এতে আমাদের ৩ জন আহত হয়।


বিজ্ঞাপন


উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোকলেসুর রহমান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এই সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর