শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

৮ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের জাজিরায় পিকআপে করে গাজা পাচারের সময় ৮ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জাজিরার আড়াচন্ডি মোড়ে পিক আপ ট্রাকটি আটকের পর তল্লাশি চালিয়ে এসব গাজা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত মহসিন হাজীর ছেলে গাড়ি চালক আব্দুর রশিদ হাজী (২৮) ও সহযোগী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিশু মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২১)।

আরও পড়ুন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া লোহার সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে শরীয়তপুরের গোঁসাইরহাটের উদ্দেশে মাদক আসছে এমন সংবাদে জাজিরা থানার এসআই শাহাদাত ও এসআই তন্ময় শাহার নেতৃত্বে একটি চৌকশ টিম উপজেলার আড়াচন্ডি মোড় এলাকায় পিকআপটি (ঢাকা মেট্রো-ন ১২-৬৩৭১) থামিয়ে তল্লাশি চালানো হলে পিকআপে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

thumbnail_1000119617


বিজ্ঞাপন


এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করেছি। তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন