বাগেরহাটের রামপাল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের (রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের) ১৬ টন ৪২৮ কেজি লোহার মোটা পাতসহ ইয়াছিন হাওলাদার (১৯) নামের এক চোর সিন্ডিকেটের সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলার ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতার চোর সিন্ডিকেটের সদস্য ইয়াছিন হাওলাদার খুলনার রূপসা উপজেলার ইলাইপুরের আমদাবাদ এলাকার মাইনুল হাওলাদারের ছেলে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিবলী নোমানী বাদী হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল উপজেলার সুকদাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হালিম সরদারের ভাঙ্গারির দোকান থেকে ১৬ টন ৪২৮ কেজি লোহার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামাল রামপাল তাপ বিদুৎ কেন্দ্রের বলে জানান তিনি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ভাঙ্গারির মালিক হালিম সরদার পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

