সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য ‘শূন্য ৫ বা জিরো ফাইভ’ কর্মসূচি ঘোষণা করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন।


বিজ্ঞাপন


এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ার লক্ষে ঘোষিত কর্মসূচি হলো, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য মাদকাসক্তি, শূন্য বৈষম্য, শূন্য অনাচার। মতবিনিময়কালে তিনি কীভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে বিস্তারিত লেখা হয়।

বক্তব্যের শুরুতে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপি দুইভাগে বিভক্ত। তিনি কোনো পক্ষের হয়ে থাকতে চান না বলে সঙ্গে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নিয়ে আসেননি।

আরও পড়ুন

‘মায়া লাগলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বানাক হাসিনাকে’

মতবিনিময়কালে সায়েদুল হক বলেন, ‘যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন। কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকা সামনের দিকে ঘোরানোর উদ্যোগ গ্রহণ করেননি। শূন্য ৫ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা ‘সমৃদ্ধ নবীনগর’ গড়ে তোলার আন্দোলনলে সফল করতে পারব।


বিজ্ঞাপন


এসময় তিনি নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান। বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে তিনি শিক্ষাগত যোগ্যতাসহ রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষায় এগিয়ে আছেন। শূন্য ৫ বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর