সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘মায়া লাগলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বানাক হাসিনাকে’

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ এএম

শেয়ার করুন:

‘মায়া লাগলে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বানাক হাসিনাকে’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচারী শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির অনেক দরদ। একজন গণহত্যাকারী স্বৈরশাসকের জন্য এত দরদ লাগলে তাকে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হলেও দিনের ভোট কীভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কীভাবে নির্বাচন করে জিততে হয়, শেখ হাসিনা সেসব নরেদ্র মোদিকে শিখিয়ে দিতে পারবেন। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) নাটোর সদর উপজেলায় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। দুলু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাদের যে কোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। 


বিজ্ঞাপন


দুলু বলেন, শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। নানা মিথ্যা প্রচারণা করে দেশকে তারা ছোট করছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্রবাদীরা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের সব ধর্মের মানুষের চিরদিনের সুসর্ম্পক নষ্টের পাঁয়তারা করছে।

কাফুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর আলী শাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী প্রমুখ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর