শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিহান হত্যার বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসাইন শিহানকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ায় ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।


বিজ্ঞাপন


thumbnail_Screenshot_20241213_174828_Gallery

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাড়ির পাশে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন

গাজীপুরে সাদপন্থীদের ওপর হামলায় মামলা 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটায় উপজেলা জামতলা এলাকার বাসিন্দা তাজবীর হোসান শিহান কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। চার ঘণ্টা শিহানের লাশ মহাসড়কের পাশে পড়ে থাকার পর কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তাজবীর হোসান শিহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন