গাজীপুরের টঙ্গীতে তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের লোকজন আহতের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।
মামলার প্রতিবাদে শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর জিএমপির ডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন জুবায়েরপন্থীরা। এছাড়া পুলিশের কাছে দেওয়া হয়েছে স্মারকলিপি।
বিজ্ঞাপন
সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বৃহস্পতিবার জুবায়েরপন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত ও একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এ ঘটনায় আমাদের সাথী শিহাব উদ্দিন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনকে শনাক্ত ও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে বাদ জুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
দুই গ্রুপের উত্তেজনার কারণে ও সব প্রকার বিশৃঙ্খলা এড়ানোর লক্ষ্যে টঙ্গী ইজতেমা এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের একটি মামলা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

