ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নুর আলম (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে তাকে দাগনভূঞা পৌর শহরের ফেনী সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে। নুর আলম দাগনভূঞা উপজেলার এনায়েতনগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। তিনি ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বিজ্ঞাপন
র্যাব জানায়, ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশে হামলা ও নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় এজহারভুক্ত আসামি ছিলেন নুর আলম। মঙ্গলবার সকালে গোপন সংবাদে দাগনভূঞাঁ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জিরোপয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতার নুর আলমকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ মারমা বলেন, র্যাবের হাতে গ্রেফতার হত্যা মামলার আসামি নুর আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস