ঠাকুরগাঁওয়ে ইউনেস্কো ও জাতীয় যাদুঘরের সহযোগিতায় ২ দিনব্যাপী ‘ধামের গানের’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
গত ২৯ ও ৩০ নভেম্বর রাতে সদর উপজেলার বালিয়ায় সোনাপাতিলা প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘গিদরী বাউলি’র পক্ষে সোনাপাতিলার গ্রামবাসী এই আয়োজন করে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর সার্বিক সহযোগিতা এই ধামের গান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
_TKG_Crowds_throng_Thakurgaon_for_'Lost_Dhamer_Gaan'_festival_20241201_163842467.jpg)
গভীর রাত পর্যন্ত আশপাশের কয়েক গ্রামের হাজারও মানুষ উপস্থিত থেকে উপভোগ করেন অনুষ্ঠান।
সারাদেশের ৮টি বিভাগের ৮টি অঞ্চলের লোকসংস্কৃতিকে নিয়ে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কো কালচারাল সেন্টার ধামের গানের আয়োজন করে। ঠাকুরগাঁও তথা বৃহত্তর দিনাজপুর অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংগীত ‘ধামের গান’ আয়োজনের দায়িত্ব পায় সাংস্কৃতিক সংগঠন ‘গিদরী বাউলি’।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় যাদুঘরের পক্ষে ড. শওকত ইমাম খান, আব্দুল হাসনাত, ফজলে রাব্বি, মাজহার রহমান শাহ এবং গিদরী বাউলি সাংস্কৃতিক সংগঠনের পক্ষে প্রখ্যাত চিত্রশিল্পী কামরুজ্জামান স্বাধীন, সালমা জামাল মৌসুম ও সাঈদ উপস্থিত ছিলেন।

ধামের গান দেখতে আসা দর্শক-শ্রোতারা জানান, হারিয়ে যাওয়া এই লোকসংস্কৃতির আয়োজনটি অনেক ভালো হয়েছে। প্রতিবছর এমন আয়োজন করা হলে লোকসংস্কৃতির ইতিহাস-ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনা ও টিকিয়ে রাখা সম্ভব। নয়তো কালের বিবর্তনে এই সংস্কৃতি আর থাকবে না।
প্রতিনিধি/এসএস

