বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জামায়াত’

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

শেয়ার করুন:

‘দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় জামায়াত’

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা টেন্ডারবাজি ও জুলুমবাজিতে নেই। তারা জনগণের সেবক হতে চায় এবং দেশের ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চান্দ্রাবাজার কেন্দ্রীয় ঈদগা মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার সরকার দেশের মানুষকে গত ১৭ বছর সুখে থাকতে দেয়নি। বিশেষ করে তারা জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে জেলে নিয়েছে। নেতাকর্মীরা নিজ ঘরে ঘুমাতে পারেনি।

আরও পড়ুন

‘শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে’

জামায়াতের এই নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার জামায়াত-শিবিরের নেতাকর্মীদেরকে একে একে ফাঁসি দিয়ে তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। আর এই স্বাধীনতার মূলমন্ত্র হলো কোনো বৈষম্য থাকবে না। সব ধরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার  উদ্দিন মিয়াজী ও সেক্রেটারি মো. জুবায়ের হোসেন।


বিজ্ঞাপন


ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল খানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা আবদুল কাইউম শেখের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সদর দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম (আফনান), ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মনির হোসেন এবং যুব বিষয়ক সম্পাদক  জিয়াউল হক মিলন পাটওয়ারী প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর