বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে’

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

‘শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে সকল হত্যার বিচার করতে হবে। বাংলার মানুষ আজ এই স্বৈরাচারের বিচার চায়। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং দেশের সম্পদ লুট করে দেশটিকে শেষ করে দিয়েছেন। দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন এবং সকল ন্যায় বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছেন। শুধু তা-ই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে খুন করেছেন। তাই দেশের জনগণ শেখ হাসিনার বিচার চায়।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর হাইস্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


দ্বীন মোহাম্মদ আরও বলেন, গত ১৬ বছর আমরা কথা বলতে পারিনি। আমাদের ওপর অত্যাচার চালানো হয়েছে, আমাদের গুণী মানুষদের হত্যা করা হয়েছে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। কিন্তু তারা আজ কোথায়? অত্যাচারী জালিমদের আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।

জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে মানুষ ভালো থাকবে উল্লেখ করে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে হবে। তখনই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন থাকবে, মানুষ খাদ্য কষ্ট পাবে না এবং সুবিচার পাবে। ঘরে কোরআন ভিত্তিক আইন প্রতিষ্ঠিত হবে। তাই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।

তিনি আরও বলেন, গত ১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আল্লাহর হুকুমে তার ৪ দিন পরেই ৫ আগস্ট তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই স্বৈরাচারী সরকারকে দেশে এনে সকল হত্যার বিচার করে শহীদদের রক্তের মূল্য দিতে হবে।

তিনি নিজ দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আর যাতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসার চিন্তা করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


বিজ্ঞাপন


উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে, সেক্রেটারি মেহেদী হাসান নাজির এবং ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী আমির মাওলানা মুহাম্মদ রবিউল আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা সাবেক আমির আব্দুর রহিম পাটোয়ারী এবং বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন।

আরো বক্তব্য দেন ছেংগারচর পৌর জামায়াত নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী প্রকৌশলী আব্দুল হাই শিকদার, জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মীর হোসাইন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামী আমির আব্দুর রশিদ পাটোয়ারী, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মুহাম্মদ মহরম আলী, জামায়াত নেতা মুফতি মাওলানা হোসাইন আহমদ, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম এবং ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মুহাম্মদ মাহবুব সরকার।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর