লক্ষ্মীপুরে রাতের আঁধারে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী। প্রাণনাশের জন্য এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার।
শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দাউদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ব্লাড বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাংবাদিক রফিকুল ইসলাম দৈনিক খবরের কাগজ পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য।
প্রতিবেশী মো. নুর আলম নুরু টেইলার হত্যার সংবাদ প্রকাশ এবং মামলা তদারকি করায় খুনের সঙ্গে জড়িতরা হত্যার জন্যই এই হামলা চালায় বলে দাবি করেন এ সাংবাদিক।
সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল ও সিএনজিযোগে চার-পাঁচজন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়েই পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ করে দেয়। তখন সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে বাড়িতে প্রবেশের চেষ্টা চালায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দুই পত্রিকা নিষিদ্ধের দাবি
তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রতিবেশীদের ফোনে খবর দিলে স্থানীয়রা ছুটে আসে। তখন সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রফিকুল ইসলাম।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এমইউ

