শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

ব্লাড বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জেলা প্রতিনিধি, যশোর 
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম

শেয়ার করুন:

ব্লাড বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেইল-এর হেড অব নিউজ হারুন জামিল

ব্লাড বাংলাদেশের চতুর্থ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়েছে। 

শনিবার (৯ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


চতুর্থ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেইল-এর হেড অব নিউজ হারুন জামিল।

আরও পড়ুন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে রক্তদান কর্মসূচি
 
এই সিনিয়র সাংবাদিক বলেন, রক্তদাতারা নীরবে-নিভৃতে মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়ে যাচ্ছেন। তারা কোনো কিছুর বিনিময়ে এ কাজ করেন না। তারা নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় এ কাজ করে যাচ্ছেন। তাদের এ ঋণের কোনো প্রতিদান হয় না। 

Screenshot_2024-11-09_234239তিনি আরও বলেন, সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। রক্তদানের ফলে রোগীদের অনেক উপকার হয়। এটা একটা ইবাদত এবং সওয়াবের কাজ। 


বিজ্ঞাপন


প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মসিউল আযম। 

আরও পড়ুন: ঝিনাইদহে ২ টাকায় খাবার পেল হতদরিদ্ররা

অনুষ্ঠানে ব্লাড বাংলাদেশের প্রধান সোহাগ হোসেন সাব্বিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন - চুড়মনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদজ্জামান মিলন, সলুয়া ডিগ্রী কলেজের অধ্যাপক ইকবাল হোসেন, শাহিকুল আযম, মাস্টার শিমুল হোসেন, আবু সাঈদ, শামিম কবীর ওয়াসিম, মহব্বত আলী, অ্যাডভোকেট রাজিব হোসেন, হাসনাত কবীর। 

এ সময় বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখার জন্য ‘ব্লাড বাংলাদেশ’-এর ১৮ সদস্যকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ অনুষ্ঠানে সোয়াইব হোসেনকে সংগঠনের সভাপতি এবং মাহাফুজুর রহমান শিশিরকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর