বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ যেন আনন্দ নিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তারা আজ আপনার-আমার কথা শোনার জন্য বসে নেই। জনগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির কথা শুনতে চায়।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘মানুষকে সম্মান দিতে পারেননি বলেই হাসিনা পালিয়েছেন’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সব জিনিসের দাম হাতের নাগালে নেই। এখন যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশের জনগণকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে রক্ষা করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, জনগণ সংস্কার কম বুঝে। তারা বোঝে জিনিসপত্রের দাম। এ কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, খেলা হবে, খেলা হবে বলতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অথচ তিনি এখন আর এই নির্বাচনের টুর্নামেন্ট খেলায় আসতে পারবেন না।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ সময় আরও বক্তব্য রাখেন - বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক।
খেলায় রংপুর বিভাগের ১০টি দল অংশ নিয়েছে এবং আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/ এমইউ

