বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আদালতের নির্দেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠির রাাজপুরের গালুয়া ইউনিয়নের পশ্চিম পুটিয়াখালি গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন প্রজাতির ১৭টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় তুজম্মর আলীর ছেলে ভুক্তভোগী বৃদ্ধ নুরুল ইসলাম সোমবার সকালে রাজাপুর থানায় লিখিত দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।


বিজ্ঞাপন


ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করে জানান, পৈত্রিক জমিতে রোপণ করা ২টি রেন্ট্রি, ২ চাম্বল, ৩টি মেহগনি ও ১০টি বিলাতি গাবগাছ প্রতিপক্ষ আব্দুল রশিদের ছেলে শাহ আলমসহ প্রতিপক্ষরা কাটা শুরু করলে আদালতে মামলা করলে পুলিশ গাছ কাটা বন্ধ করে দেয়। কিন্তু পরে আবার গাছ কাটা শুরু করলে আদালতে অবহিত করলে আদালত পুনরায় নির্দেশ দিলেও তা উপেক্ষা সোমবার সকালে গাছ কাটা শুরু করে। পরে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। এ ঘটনায় নানাভাবে মামলার বাদীকে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী নুরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছে।

আরও পড়ুন

নলছিটিতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

জানতে চাইলে অভিযুক্ত শাহ আলম অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অন্যের রোপণ করা বা অন্যের জমির গাছ তিনি কাটছেন না। তার কেনা জমির ৭/৮ টি গাছ বিক্রি ও কাজের জন্য কাটা হচ্ছে। রাজাপুর থানার বিউটি অফিসার এসআই রিয়াজ জানান, ৯৯৯ এর মাধ্যমে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর