ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মল্লিকপুর থেকে সুর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় রাস্তার পাশে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
![]()
আরও পড়ুন
দায়িত্ব গ্রহণের পর পরিচ্ছন্নতা অভিযানে নামলেন ইউএনও
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। এসময় পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ইউএনও নজরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

