রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন হতে যাচ্ছে যাত্রীদের জন্য ওয়েটিং লাউঞ্জ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ সম্মেলন থেকে ফিরে আসার সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জ উদ্বোধন করবেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নতুন লাউঞ্জটিতে যাত্রীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধাও রাখা হয়েছে। তা হলো- নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া।
সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই উদ্যোগ বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
বিইউ/এমএইচএম

