সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার 

চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের চরের মাঠে ওই লাশ পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ময়মনসিংহে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সেখানকার একটি পান বরজের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হত্যাকাণ্ডের শিকার মুনতাহার স্বজনদের পাশে ডিসি


বিজ্ঞাপন


তিনি জানান, সকালে বোয়ালমারি মাঠের পান বরজের পাশে এক বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে মরদেহটি ১৫ থেকে ২০ দিন ধরে পড়ে ছিল। অজ্ঞাতনামা এই নারীর নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।

তার পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর