বরগুনায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল রেঞ্চের ডিআইজি মো. মঞ্জর মোরশেদ আলম ও বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিল।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় পৌর শহরের সার্বজনীন আখড়াবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন-সহ শুভেচ্ছা ও মত বিনিময় করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নাটোরে ৩ হাজার নারী-পুরুষ পেল ফ্রি চিকিৎসা ও ওষুধ
এ সময় উপস্থিত ছিলেন - বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খালিল, বরিশাল রেঞ্জের সহকারী পুলিশ সুপার মো. রেজোয়ানা কবির প্রিয়া, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) মো. মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো. জহুরুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন - জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বসিরুল আলম বসির, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, জেলা ডিএসবির অফিসার ইনচার্জ এসএম জিয়ায়ুল হকসহ বিএনপি নেতারা এবং পূজা পরিচালনা কমিটির সদস্যরা।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সম্প্রীতি সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন
এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম বলেন, বরগুনা সদরসহ জেলার জনসাধারণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। এছাড়া পূজামণ্ডপের নিরাপত্তায় বিএনপি’র স্বেচ্ছাসেবকদের ভূমিকাও প্রশংসনীয়।
প্রতিনিধি/ এমইউ

