বগুড়ার শাহজাহানপুরে বাড়ির উঠান থেকে আবুল কালাম নামে (৭০) এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে৷
নিহত আবুল কালাম উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মৃত ছইম উদ্দিনের ছেলে।
শাজাহানপুর থানার পরিদর্শক তদন্ত মাসুদ করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বেরিয়ে উঠানে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার আহাজারিতে প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়৷ পরিবার ও প্রতিবেশীদের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
বিজ্ঞাপন
শাজাহানপুর থানার পরিদর্শক তদন্ত মাসুদ করিম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস