লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের ইসলামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) এবং ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেললাইনে বসে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।
পরে এলাকাবাসী পুলিশ ও দমকল বাহিনীকে (ফায়ার সার্ভিস) খবর দেয়। দমকল বাহিনীর সদস্যরা এসে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় ট্রেন লাইনে বসে ওই চারজন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। ফলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
পাটগ্রাম থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/জেবি