রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাস্তার পাশে পড়ে আছে ১০ ব্যাগ হাত বোমা!

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একটি সড়কের পাশে ১০ ব্যাগ ভর্তি হাত বোমা পড়ে রয়েছে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধানকাটি ইউনিয়নের উত্তর আকালবরিশ এলাকায় এ ব্যাগগুলো পড়ে থাকতে দেখা যায়।


বিজ্ঞাপন


IMG-20241111-WA0017

পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার আকালবরিশ এলাকায় ১০টি হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু হাতবোমার মতো বস্তু দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বোমা শনাক্ত ও উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

আরও পড়ুন

কক্সবাজার সৈকত থেকে ২ ছিনতাইকারী আটক 

এ বিষয়ে ডামুড্যা থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়ার হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ব্যাগগুলোর মধ্যে হাতবোমা সদৃশ বস্তু দেখা যাচ্ছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর