শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

‘তিনি জনগণের কথা বললেন না, বললেন ক্ষমতার কথা’

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

‘তিনি জনগণের কথা বললেন না, বললেন ক্ষমতার কথা’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আমরা শেখ মুজিবুর রহমানকে ভোট দিলাম স্বাধীনতার জন্য। কিন্তু তিনি জনগণের কথা বললেন না, তিনি বললেন ক্ষমতার কথা। ৭ নভেম্বরের আনন্দ কি করে আসলো সেই আনন্দের কথা বলতে হলে আমাদের বলতে হবে ৬৯-৭১ এর কথা।

শনিবার (৯ নভেম্বর) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বরিশালে বিএনপির সমাবেশ

তিনি আরও বলেন, মার্চের ভাষণে তিনি পাকিস্তান জিন্দাবাদ বলে তার বক্তব্য শেষ করলেন। তিনি পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা করে ক্ষমতায় যেতে চাইলেন। তারপর ছাত্র-জনতা এদেশের কিছু আপোষহীন রাজনৈতিক ব্যক্তির কথার মুখে এক ব্যক্তি সামান্য মেজর ঘোষণা দিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। বললেন, আমি মেজর জিয়াউর রহমান, আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলাম। তিনি ঘোষণা দিয়ে ক্ষ্যান্ত হননি। ৯ মাস নিজে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। গুলি খেয়েছেন, পরিবারের খোঁজ নেয়নি। তিনিই মেজর জিয়াউর রহমান।

জনসভা_২

উপজেলা শহীদ মিনার চত্বরে বিএনপির আয়োজিত জনসভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিক ইসলাম ফরাজির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সাফিক, ছাত্রলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।


বিজ্ঞাপন


এসময় বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর