রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

বরিশালে বিএনপির সমাবেশ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

বরিশালে বিএনপির সমাবেশ

সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও র‍্যালি করেছে মহানগর বিএনপি।

শনিবার (৯ নভেম্বর) বেলা দুপুরে নগরীর সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে র‍্যালি বের করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

আরও পড়ুন

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: দুলু

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

এর আগে সকাল থেকে মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর