রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর ফ্লেয়িং খুমি (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বান্দরবান পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড ক্যাচিংঘাটা এলাকার সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক  পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন

সাঙ্গু নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

নিহত ফ্লেয়িং খুমি (১৩) বান্দরবান ক্যাচিংঘাটা এলাকার বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র ও রুমা উপজেলার বগালেক এলাকার বাসিন্দা সাংলি খুমীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লায়িং খুমি (১৩) বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজে পড়ার সুবাদে স্কুলটির ছাত্র হোস্টেলে বসবাস করত। গতকাল বেলা ৩টার দিকে হোস্টেলের পার্শ্ববর্তী সাঙ্গু নদীতে গোসল করতে গেলে সেখানে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সন্ধ্যায় অন্ধকারের কারনে উদ্ধার অভিযান পরিচালনা করেনি। পরে আজ সকাল থেকে উদ্ধার অভিযান পরিচালনা করে দুপুরে একই এলাকা থেকে ছাত্রটির মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর