মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সাঙ্গু নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

সাঙ্গু নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ 

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ফ্লেম খুমী (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ক্যাচিংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে লাশ উদ্ধার 

নিখোঁজ ফ্লেম খুমী (১৩) বান্দরবান ক্যাচিংঘাটা এলাকার বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র এবং রুমা উপজেলার বগালেক এলাকার বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ ফ্লেম খুমী (১৩) বীর বাহাদুর স্কুল এন্ড কলেজে পড়ার সুবাদে স্কুলটির হোস্টেলে বসবাস করতো। আজ বেলা ৩টার দিকে হোস্টেলের পার্শ্ববর্তী সাঙ্গু নদীতে গোসল করতে গেলে সেখানে পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সন্ধ্যায় অন্ধকারের কারণে উদ্ধার অভিযান পরিচালনা বন্ধ রাখা হয়েছে। 

আরও পড়ুন: গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানসিক রোগীর মৃত্যু


বিজ্ঞাপন


এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সন্ধ্যায় তারা ওই স্কুলছাত্রের নিখোঁজের খবর পান। তাদের দলে ডুবুরি না থাকায় এবং অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে আগামীকাল সকালে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর