নেত্রকোনার মোহনগঞ্জে ১২ বোতল দেশীয় মদসহ লিটন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরসভার স্টেশন রোড থেকে দেশীয় মদসহ তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মোহনগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের লে. মো. মাহমুদুল হাসান মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার লিটন মিয়া জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পৌর শহরের স্টেশন রোড এলাকায় যৌথবাহিনী টহল পরিচালনা করার সময় লিটন মিয়াকে ১২ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
শনিবার (৯ নভেম্বর) সকালে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান জানান, এ ঘটনায় লিটনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয় হয়েছে। সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস