সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার সায়মন মিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকার শফিক মিয়ার ছেলে ও দাতিয়ার এলাকার আবুল ফায়েজের ছেলে ওমর ফারুক রনি (২০)।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

অভায়নগরে অস্ত্র-ম্যাগাজিন ও তাজা বুলেটসহ আটক ১

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা। গ্রেফতার সায়মন মিয়া ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর