যশোরের অভায়নগরে যৌথবাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, ম্যাগাজিন, তাজা বুলেট ও মাদকসহ নুরুজ্জামান রিপন (৪০) নামে এক সন্ত্রাসী ও এনামুল হাসান ইমন (২৮) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) বিকেলে ও মঙ্গলবার (৬ নভেম্বর) গভীর রাতে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম ও তালতলা হাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নুরুজ্জামান রিপন একতারপুর গ্রামের মনিরুজ্জামান ফকির ছেলে। এবং মাদককারবারি এনামুল হাসান ইমন তালতলা গ্রামের আব্দুস সবুর সরদারের ছেলে।
আরও পড়ুন
অভিযানে সন্ত্রাসী নুরুজ্জামান রিপনের কাছে থেকে একটি ৯এমএম বিদেশি চাইনিজ পিস্তল, ৬ রাউন্ড তাজা বুলেট, ২টি ম্যাগাজিন জব্দ করা হয়।
এবং আরেক অভিযানে এনামুল হাসান ইমনের কাছ থেকে ৩৬৮ পিস ইয়াবা, ৭ বোতল ফেনসিডিল ও ৩ বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তি এবং জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর এবং মামলা নথিভুক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস