বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরার অংশ হিসেবে জয়পুরহাটের তিন উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জয়পুরহাট পৌর শহর এবং আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ইতিহাস বিকৃত করেছে’
এছাড়া ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে পথসভায় বক্তব্য রাখেন - বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল।
তিনি বলেন, আগামী ১৫ বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার আপনাদের ভোট দেওয়া থেকে বিরত রেখেছিল। এখন আর সেই দিন নেই। এখন আপনাদের ভোট আপনারা দিবেন।
বিজ্ঞাপন
এ সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি, রেজভী আহমেদ, শরিফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুহিদুল ইসলাম খান রাজিব, বেলায়েত হোসেন বেনু, রেজাহাত হোসেন রনি ও আবু বক্কর সিদ্দিক বাবু উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ