বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

অভয়াশ্রমে মাছ শিকার, লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জের উলাপাড়ায় ফুলজোড় নদীতে অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার করার সময় এক লাখ টাকা মূল্যের ২৫টি চায়না দোয়ার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফুলজোড় নদীতে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে এ জাল জব্দ করা হয়। এই ২৫টি জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। পরে জব্দ করা চায়না দোয়ার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিজ্ঞাপন


এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত।

আরও পড়ুন

নোয়াখালীতে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৫

এসময় উল্লাপাড়া উপজেলা মৎস কর্মকতা আতাউর রহমান, যুব উন্নয়ন কমকর্তা সাইদুল ইসলাম মুঘল, পৌর সচিব রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

IMG-20241105-WA0023


বিজ্ঞাপন


এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অভয়াশ্রমের ভেতর এসে মাছ শিকার করছিল, এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে থেকে উপজেলার ফুলজোড় নদীর ঘাটিনা ব্রিজে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করে ২৫টি চায়না দোয়ার জাল জব্দ করা হয়। এই ২৫টি জালের অনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর