সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নোয়াখালীতে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৫

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫১ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৫

নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ীতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) ১০টি, দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) ২টি, বিদেশি পিস্তল ৫টি, ম্যাগাজিন ৯টি, পিস্তলের গুলি ২৭৭ রাউন্ড, গাঁজা ১২ কেজি ও ২টি পিক-আপ জব্দ করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- বেগমগঞ্জ উপজেলা ছয়ানী  ইউনিয়নের বাদল হোসেন (২১) ও হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন (২৬), চাটখিল উপজেলার রাম নারায়নপুর ইউনিয়নের মো. রবিন (২৮), লালমাই থানার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন (২২), সোনাইমুড়ী উপজেলার মো. বাহার (৩০)।

IMG-20241105-WA0032

মঙ্গলবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত নোয়াখালী বেগমগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিবের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে সোনাইমুড়ী-সেনবাগ-বেগমগঞ্জের বিভিন্ন যায়গায় থেকে অস্ত্র, গোলাবারুদসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

আরও পড়ুন

মদনে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩

থানা সূত্রে জানা যায়, রাতে টহলরত পুলিশ সেবারহাট বাজারের সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজন গাড়ি তল্লাশি চালানোর সময় ১২ কেজি গাঁজা ও ১০টি অস্ত্রসহ ৪ জনকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়িতে অভিযান পরিচালনা করে সেখান থেকে ৯টি ম্যাগাজিন, ৫টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি এলজি এবং ২৭৭ রাউন্ড পিস্তলের গুলিসহ মো. বাহারকে আটক করে।

এ বিষয়ে বেগমগঞ্জ (সার্কেল)  অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব জানান, আটক ব্যক্তিদের বিষয়ে সোনাইমুড়ী ও সেনবাগ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ দিকে আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় বিকেলে নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর