রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

পদ্মা সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০৭:১৮ এএম

শেয়ার করুন:

loading/img

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত ৩ যুবকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এছাড়া গুরুতর আহত আরও একজন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


বিজ্ঞাপন


রোববার (৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে শেখ রাসেল সেনানিবাসে যাওয়ার পথে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিহত ব্যক্তিরা হলেন- জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মোমিন আলি ফরাজী কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল (১৮), একই এলাকার এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯), মোসলেম ঢালি কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান (১৮) ও একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির (২০)।

thumbnail_IMG-20241103-WA0025


বিজ্ঞাপন


পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ও নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে টোলপ্লাজার পাশের সড়ক দিয়ে শেখ রাসেল সেনানিবাসের দিকে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল দুটিতে থাকা চারজনই গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজন মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় অপর জনেরও মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, পদ্মা সেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন সড়কে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন