সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রামুতে পাঁচ কোটি টাকার আইসসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০২:২১ পিএম

শেয়ার করুন:

রামুতে পাঁচ কোটি টাকার আইসসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের রামুতে ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ সাইফুল ইসলাম (২০) নামে মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থেকে আইসসহ তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার সাইফুল ইসলাম রামু উপজেলার ধোয়াপালং গ্রামের সিরাজুল হকের ছেলে। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান।

আরও পড়ুন

কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মরিচ্যা চৌকিতে কক্সবাজারগামী একটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এসময় উখিয়া থেকে কক্সবাজারগামী ইজিবাইকের যাত্রী সাইফুল ইসলামকে তল্লাশি করে তার হাতে থাকা শপিং ব্যাগে বিশেষভাবে লুকানো ১ কেজি ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার মূল্য পাঁচ কোটি টাকার বেশি। সাইফুলকে ক্রিস্টাল মেথ আইসসহ রামু থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর