মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১২:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে স্বপন মণ্ডল (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে কুষ্টিয়ার দৌলপুর উপজেলার হোসনেবাদ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার স্বপন কুষ্টিয়ার দৌলতপুরের হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডল পাড়া গ্রামের ইব্রাহীম মণ্ডলের ছেলে। হত্যাসহ ডাকাতি মামলায় সাজা হওয়ার পর সে প্রায় ২০ বছর আইনশৃঙ্খলা বাহীনির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।

রোববার (৩ নভেম্বর) সকালে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মর্ত্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্লাবন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০২ সালের ২৮ এপ্রিল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের শাজাহান আলীর বাড়িতে ডাকাতি করতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ডাকাত দল। সেই ঘটনায় দায়ের করা মামলায় স্বপন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মামলা চলাকালীন থেকেই স্বপন আত্মগোপনে চলে যায়।


বিজ্ঞাপন


পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‌্যাব সদস্যরা জানতে পারে পলাতক স্বপন কুষ্টিয়ার দৌলপুরের হোসনেবাদ বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের মাধ্যমে জেলা কারা কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন