বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ছেলের সামনেই তিন টুকরা হলো বাবার লাশ!

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মনসুর (৫৫) নামে এক রেলওয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে মনসুর ও তার ছেলেসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের সামনের পুরাতন ব্রিজে কাজ করছিল। সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখে তিনজনই ব্রিজ পার হতে দৌঁড়াতে থাকেন।

আরও পড়ুন

কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১

দৌড়ে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুজন অবস্থান করতে পারলেও ট্রেনের নিচে কাটা পড়ে তিন খণ্ড হয়ে ব্রিজের নিচে পড়ে মনসুর। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ্ জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর