সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০১:২২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর বাটপাড়া এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ আরেক গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন। এসময় আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সুয়াগাজীর বাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তির নাম মিজান (৩৩) এবং আহতের নাম সামিয়া ইসলাম (২১)।

আরও পড়ুন

রংপুরে গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকামুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাত গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন এবং এক যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে চৌয়ারা বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। নিহত ব্যক্তিকে উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করে। আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর