রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

রংপুরে গাড়িচাপায় রিকশাচালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের তারাগঞ্জে গাড়িচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে বেলা ১১টার দিকে ইকরচালী বাজার থেকে বামনদীঘি বাসস্ট্যান্ডে রিকশা নিয়ে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী মোন্না পরিবহন রেজাউলের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সড়ক ছিঁটকে পড়লে রেজাউলের মাথা ও পা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যায়। স্থানীয় জনতা ঘাতক বাসকে আটক করে পুলিশে দেন।

আরও পড়ুন

বগুড়ায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

অন্যদিকে এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বামনদীঘি বাসস্ট্যান্ডে পিষ্ট হয়ে রেজাউল করিম নামের এক রিকশাচালক মারা গেছেন। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন