বগুড়া টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সৌরভের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (২ নভেম্বর) রাতে সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সৌরভের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে বলে হাসপাতালে তাকে দুই যুবক ভর্তি করিয়ে দিয়ে সটকে পড়ে৷ কিন্তু আঘাতের চিহ্ন দেখে এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে সহপাঠী চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলেন সৌরভ। তারা দুজনেই স্থানীয় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। এ সময়ে সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসেন এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। আধঘণ্টা পরে সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইল ফোনে তার স্বজনদের জানায় সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ দেখতে পান। তবে যারা ভর্তি করিয়েছে তাদের কাউকে পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন বলেন, সৌরভের মাথা, পাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। আর বন্ধুদের পালিয়ে যাওয়াটাকেও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় রোববার বেলা ১২টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
প্রতিনিধি/এসএস