গাইবান্ধার সদর উপজেলার বাসিন্দা বকুল রানী দাস, আরতী রানী দাস ও সতোষ বাউল। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা তাদের। এরই মধ্যে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাদের মাঝে বিতরণ করা হয় উন্নত জাতের ছাগল। আর এই ছাগল পেয়ে তারা খুব খুশি।
শনিবার (২ নভেম্বর) উপজেলার দাঁড়িয়াপুর ভূমি কার্যালয় চত্বরে সাত পরিবারের প্রত্যেককে একটি করে ছাগল দেওয়া হয়। এই সুবিধাভোগীদের সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারের সদস্য।
বিজ্ঞাপন
আরও পড়ুন: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে রক্তদান কর্মসূচি
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রুবন ফারহানা, দারিয়াপুরের সারথি থিয়েটার নির্বাহী প্রধান জুলফিকার চঞ্চল, নাট্যকর্মী লক্ষণ চন্দ্র রায়সহ আরও অনেকে।
বিনামূল্যে ছাগল পেয়ে আরতী রানী দাস বলেন, এক দিন অন্যের বাড়িতে শ্রম না দিলে পেটে খাবার জোটে না। খুব কষ্টে দিনাতিপাত করতে হয়। আজ একটি ছাগল পেয়ে অনেক আনন্দিত আমি। এখন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো।
আরও পড়ুন: ঝিনাইদহে ২ টাকায় খাবার পেল হতদরিদ্ররা
বিজ্ঞাপন
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রুবন ফারহানা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষরা যাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে এবং আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারে, তার জন্যই আমাদের এই কার্যক্রম।
প্রতিনিধি/ এমইউ

