বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মোহনপুর সড়কে ঝরল আরেক প্রাণ

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১ নভেম্বর) বেলা ৩টার দিকে কেশরহাট পৌরসভার হরিদাগাছি এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই উপজেলার সইপাড়া এলাকায় সিএনজি ও ভুটভুটির সংঘর্ষে দুজন নিহত হন।

আরও পড়ুন

মোহনপুরে সিএনজি-ভুটভুটির সংঘর্ষে নিহত ২

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. আরাফাত (২২)। তিনি উপজেলার সাকোয়া এলাকার হারুনুর রশিদের ছেলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

আহতরা হলেন, নাদিমের ছেলে আহাদ ও গুপইল এলাকার সাগর।

পুলিশ জানায়, তারা তিন বন্ধু অটোচার্জার ভ্যান ট্রায়ালকালে পাকা রাস্তার ওপর ইউটার্ন করার সময় অটোচার্জার ভ্যানটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই আরাফাত মৃত্যুবরণ করেন। অপর দুজন গুরুতর জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub