মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোহনপুরে সিএনজি-ভুটভুটির সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, রাজশাহী 
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

মোহনপুরে সিএনজি-ভুটভুটির সংঘর্ষে নিহত ২

রাজশাহীর মোহনপুরে সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য ও একটি মসজিদের ইমাম নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সইপাড়া মেডিকেল মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে রয়েছেন নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া এলাকার সেনাবাহিনীর সৈনিক মো. পলাশ এবং রানীনগর উপজেলার তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০), যিনি একটি মসজিদে ইমামতি করতেন।

পুলিশ জানায়, পলাশ রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিলেন। সইপাড়া এলাকায় পৌঁছালে সিএনজি মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সঙ্গে সংঘর্ষ হয়।

এতে পলাশের মাথা, ডান হাত, মুখ ও ডান পায়ে গুরুতর আঘাত লাগে, আর আব্দুল কুদ্দুসেরও মাথা ও হাতে জখম হয়। আহত অন্য একজন, ইব্রাহিম হোসেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান, নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ভুটভুটিটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর