মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজবাড়ীতে বৃষ্টিতে পিছিয়েছে মুড়িকাটা পেঁয়াজের আবাদ, দুশ্চিন্তায় চাষিরা

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

loading/img

রাজবাড়ী জেলা পেঁয়াজ উৎপাদনের জন্য সুপরিচিত, যেখানে দেশের চাহিদার ১৪ শতাংশ পেঁয়াজের যোগান দেওয়া হয়। তবে চলতি বছর অতিবৃষ্টির কারণে মুড়িকাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে, যা চাষিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

জেলায় ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হওয়ার কথা ছিল, যার লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন। কিন্তু সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বার বার বৃষ্টির কারণে চাষিরা সময়মতো পেঁয়াজ রোপণ করতে পারেননি। জমি নরম হয়ে যাওয়ার কারণে রোপণ কার্যক্রমে দেরি হচ্ছে, যা ফলন এবং বাজারে দাম কম হওয়ার আশঙ্কা তৈরি করেছে।


বিজ্ঞাপন


স্থানীয় চাষি জব্বার মোল্লা জানান, অনেক চাষি বৃষ্টির কারণে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। কৃষক আবেদ আলী বলেন, ‘এক মাস ধরে শুধু বৃষ্টি হচ্ছে। সময় মতো রোপণ করতে পারলে পেঁয়াজ তোলার সময়ও সঠিক থাকত।’ আরেক চাষি আবুল কাশেম বলেন, বীজ এবং সার সহ সবকিছুর দাম বেড়ে গেছে, যা তাদের চিন্তায় ফেলছে।

রিয়াজ সেখ বলেন, গত বছর প্রতি মণ বীজ পেঁয়াজের দাম ছিল সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা, কিন্তু এবার তা বেড়ে ৮ থেকে ১০ হাজার টাকা হয়েছে। এতে এক বিঘা জমির জন্য বীজের খরচই পড়ছে ৮০ হাজার টাকা। অন্যান্য খরচ যোগ করলে চাষিরা লোকসানের শঙ্কায় রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল বলেন, রাজবাড়ী জেলার পেঁয়াজ উৎপাদনে দেশজুড়ে তৃতীয় অবস্থানে রয়েছে। যদিও এবছর দেরিতে রোপণ হচ্ছে, তাতে উৎপাদনে প্রভাব পড়বে না বলেই আশা প্রকাশ করেন তিনি। তবে দেরিতে রোপণের কারণে বাজারে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

চাষিদের জন্য এখন চিন্তার বিষয় হলো, বৃষ্টির কারণে পিছিয়ে যাওয়া আবাদ তাদের জন্য কীভাবে ক্ষতি ডেকে আনবে। তারা আশাবাদী যে ফলন ভালো হবে, কিন্তু বাজারে পেঁয়াজের দাম নিয়ে উদ্বেগ রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর